শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।
বিজ্ঞাপন
আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের ১৪ ডিসেম্বরের মর্মান্তিক ঘটনার স্মৃতিচারণ করেন। তারা বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসর রাজাকার, আল-বদর ও আল-শামস বাহিনী পরিকল্পিতভাবে জাতির শ্রেষ্ঠ সন্তানদের নির্মমভাবে হত্যা করে। যারা নির্যাতনের শিকার হয়ে বেঁচে আছেন, তারাও আজীবন ক্ষত বহন করছেন।
বক্তারা আরও উল্লেখ করেন, দেশকে দুর্নীতিমুক্ত ও উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতেই শহীদ বুদ্ধিজীবীরা আত্মত্যাগ করেছিলেন। স্বাধীনতার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো সমাজ থেকে দুর্নীতি পুরোপুরি নির্মূল করা সম্ভব হয়নি। সমাজের সব ধরনের জঞ্জাল দূর করে দেশকে এগিয়ে নিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান তারা।
শহীদ শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, কবি ও সাহিত্যিকদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে।
আলোচনা সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। দিনব্যাপী এই আয়োজন শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শনের পাশাপাশি বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার এক অনন্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হয়।
প্রতিনিধি/টিবি

