রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বুদ্ধিজীবী দিবসে ইবি ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ইবি
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:১৬ পিএম

শেয়ার করুন:

বুদ্ধিজীবী দিবসে ইবি ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি

শহীদ বুদ্ধিজীবী দিবসে বুদ্ধিজীবীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল।

রোববার (১৪ ডিসেম্বর) বেলা ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্মৃতিসৌধে এই শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে সংগঠনটি।


বিজ্ঞাপন


এ সময় উপস্থিত ছিলেন— শাখা ছাত্রদলের সাবেক সভাপতি ওমর ফারুক, বর্তমান কমিটির আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমী মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম-আহ্বায়ক আবু দাউদ, আহসান হাবীব, সদস্য সাব্বির হোসেন, রাফিজ আহমেদ, নূর উদ্দিন, উল্লাস মাহমুদ, আবু সাইদ রনি, রাকিব হোসেন সাক্ষর, রায়হান ইসলাম, মেহেদী হাসান, রিফাত হোসেন, আলামিন, জিন্নাত মালিহাত সীমা, উৎস, রেজাউল করিম রাকিব অন্য নেতাকর্মীরা।

শ্রদ্ধা নিবেদন শেষে ছাত্রদল নেতারা ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দেশীয় দোসরদের হাতে শহীদ বুদ্ধিজীবীদের নির্মম হত্যাকাণ্ডের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে দোয়া ও মোনাজাত করেন তারা।

 


বিজ্ঞাপন


নেতাকর্মীরা বলেন, স্বাধীনতার চূড়ান্ত বিজয়ের প্রাক্কালে জাতির মেধা ও মননের আলো নিভিয়ে দিতে পরিকল্পিতভাবে এই হত্যাযজ্ঞ চালানো হয়েছিল। শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর