রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে রক্তাক্ত জখমের অভিযোগ

জেলা প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:১৪ পিএম

শেয়ার করুন:

শিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে রক্তাক্ত জখমের অভিযোগ

ঝালকাঠির কাঁঠালিয়ায় মীম আক্তার (৯) নামের এক তৃতীয় শ্রেণির শিশু শিক্ষার্থীকে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে গৃহ শিক্ষক হাসিব মীরের বিরুদ্ধে।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার আওরাবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুর পরিবারের লোকজন মারধর করেছে অভিযুক্ত শিক্ষককে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।


বিজ্ঞাপন


শিশু মীমের বাড়ি পার্শ্ববর্তী রাজাপুর উপজেলায়। সে আবুল কালাম আজাদের মেয়ে। নানা বাড়িতে থেকে একটি নুরানী মাদরাসায় পড়াশোনা করছে মীম।

শিশুর আত্মীয় স্বজনের বরাত দিয়ে পুলিশ জানায়, উপজেলার আওরাবুনিয়া গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম বাবুলের মেয়ের ঘরের নাতনি মীম আক্তার নানা বাড়িতে থেকে একটি নুরানী মাদরাসায় পড়াশোনা করে। একই বাড়ির গৃহশিক্ষক হাসিবুর রহমান মীরের কাছে মীমসহ কয়েকজন প্রাইভেট পড়ত। শনিবার বিকেলে প্রাইভেট পড়ার সময় পড়া না পারার কারণে মীমকে মারধর করেন শিক্ষক হাসিব। এতে তার নাক ফেঁটে রক্তাক্ত জখম হয়। ওই শিক্ষার্থীর কান্নায় তার আত্মীয় স্বজন ছুটে এসে শিক্ষক হাসিবকে মারধর করে।

অভিযুক্ত শিক্ষক হাসিব মীর জানান, পড়ানোর সময় অন্য শিক্ষার্থীকে শাসন করার সময় মীম আহত হয়। তিনি ইচ্ছে করে মিমকে আঘাত করেননি। অথচ মীমের আত্মীয় স্বজন তাকে মারধর করেছে।

কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছের রায়হান বলেন, আহত শিক্ষার্থীকে থানায় নিয়ে আসা হয়েছিল। পরে তাকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর