বাংলাদেশ বেতার রংপুর ও ঠাকুরগাঁও বেতারের সংগীত শিল্পী, সুরকার, গীতিকার, নৃত্যশিল্পী, আবৃত্তিকার, উপস্থাপক, যন্ত্রশিল্পী, নাট্যশিল্পীদের সম্মানী বৃদ্ধি, গ্রেড অনুযায়ী প্রোগ্রাম, রেকর্ডিং স্টুডিও বাড়ানোর দাবিতে শিল্পী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে নগরীর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রংপুর সংগীতশিল্পী কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে ও সাংস্কৃতিক ঐক্য পরিষদের সহযোগিতায় এ শিল্পী সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
শিল্পী সমাবেশের আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ বেতারের উপ-মহাব্যবস্থাপক সায়েদ মোস্তফা কামাল, বাংলাদেশ বেতার রংপুরের আঞ্চলিক পরিচালক আব্দুর রহিম, সাংস্কৃতিক ঐক্য পরিষদ রংপুরের সভাপতি চৌধুরী মাহমুদুন নবী ডলার, জেলা কালচারাল অফিসার কে এম আরিফুজ্জামান, সাবেক ছাত্রনেতা ভিপি আলাউদ্দিন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট জোবায়দুল ইসলাম বুলেট, জেলা সুজনের সভাপতি ফখরুল আনাম বেঞ্জু। সভাপতিত্ব করেন রংপুর সংগীতশিল্পী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি খন্দকার মোহাম্মদ আলী সম্রাট।
আরও পড়ুন
শুভেচ্ছা বক্তব্য দেন রংপুর সংগীতশিল্পী কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মকসুদার রহমান মুকুল। আলোচনায় বাংলাদেশ বেতার বরাবর সংগীত শিল্পী, সুরকার, গীতিকার, নৃত্যশিল্পী, আবৃত্তিকার, উপস্থাপক, যন্ত্রশিল্পী, নাট্যশিল্পীদের সম্মানী বৃদ্ধি, গ্রেড অনুযায়ী প্রোগ্রাম, রেকর্ডিং স্টুডিও বাড়ানোর দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়। পরে বেতার শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চে অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন
এর আগে শিল্পী সমাবেশের অংশ হিসেবে সকালে বাংলাদেশ বেতার রংপুর ও ঠাকুরগাঁও বেতারের সংগীত শিল্পী, সুরকার, গীতিকার, নৃত্যশিল্পী, আবৃত্তিকার, উপস্থাপক, যন্ত্রশিল্পী, নাট্যশিল্পীরা নিজেদের বৈষম্য ও বঞ্চনার কথা তুলে ধরেন। শিল্পী সমাবেশে বাংলাদেশ বেতার রংপুর ও ঠাকুরগাঁও বেতারের সংগীত শিল্পী, সুরকার, গীতিকার, নৃত্যশিল্পী, আবৃত্তিকার, উপস্থাপক, যন্ত্রশিল্পী, নাট্যশিল্পী ও সাহিত্যিকরা অংশ নেন।
প্রতিনিধি/এসএস

