ফেনীতে ঘোড়ার গাড়িতে করে রাজকীয় বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে এক ইমামকে। ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের শিবপুর দোস্ত মোহাম্মদ মিয়াজি জামে মসজিদের দীর্ঘদিনের ইমাম ও খতিব, মাওলানা আবু বক্করকে এলাকাবাসীর পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে তাকে ক্রেস্ট, মানপত্র, উপহার সামগ্রী ও নগদ সাড়ে পাঁচ লাখ টাকা প্রদান করা হয়। পরে ঘোড়ার গাড়িতে করে তাকে নিয়ে এলাকায় আনন্দ মিছিল বের করা হয়, যা স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ ও আবেগের সৃষ্টি করে।
বিজ্ঞাপন
মাওলানা আবু বক্কর ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের শিবপুর গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে ১৯৭২ সালে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম আবু আহমদ ও মাতা আফজল বিবি। শৈশবকাল থেকেই তিনি ইসলামী শিক্ষার প্রতি গভীর আগ্রহী ছিলেন। প্রাথমিক শিক্ষা শেষে, তিনি লস্করহাট ইসলামিয়া আলিম মাদরাসা থেকে ১৯৮৭ সালে দাখিল এবং ১৯৮৯ সালে আলিম পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। পরবর্তীতে তিনি ফেনী আলিয়া মাদরাসা থেকে ১৯৯১ সালে ফাজিল এবং ১৯৯৩ সালে কামিল সম্পন্ন করেন।
তিনি ১৯৯৬ সালে নিজ এলাকা শিবপুর দোস্ত মোহাম্মদ মিয়াজি জামে মসজিদে ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। একই সঙ্গে সকালে মক্তবে এলাকার শিশুদের কোরআন শিক্ষা দিয়ে তার কর্মজীবন শুরু করেন। দীর্ঘদিন তিনি মসজিদ থেকে কোনো ধরনের সম্মানী বা বেতন গ্রহণ করেননি। মসজিদের নিজস্ব জমিতে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করতেন। গত চার বছর ধরে তাকে মাসিক চার হাজার টাকা সম্মানী দেওয়া হতো।
এলাকাবাসীর প্রতি তার ভালোবাসা, ধৈর্যশীলতা ও আন্তরিক ব্যবহারের কারণে তিনি সবার কাছে অত্যন্ত সম্মানিত হয়ে ওঠেন।
বর্তমানে শারীরিক অসুস্থতা ও ব্যক্তিগত কারণে তিনি গত ২৮ নভেম্বর তার দায়িত্ব হস্তান্তর করেন। তৎকালীন সময়ে আনুষ্ঠানিকভাবে বিদায় দেওয়া সম্ভব না হওয়ায়, তার বিদায়কে স্মরণীয় করে রাখতে প্রাক্তন ছাত্র, তরুণ সমাজ, যুবক ও প্রবাসীদের উদ্যোগে এই ব্যতিক্রমধর্মী আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
বিদায় অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করে মাওলানা আবু বক্কর বলেন, আমার জীবনের শ্রেষ্ঠ সম্মান আজ আমি পেয়েছি। আপনারা আমার আগামীর পথচলার জন্য দোয়া করবেন— আল্লাহ তায়ালা যেন আমার ইলম, আমল ও জীবনকে আরও বরকতময় করেন।
এলাকাবাসীর পক্ষে আয়োজক কমিটির সমন্বয়ক মো. জামাল উদ্দিন বলেন, আমাদের গুণিজন শ্রদ্ধেয় মাওলানা আবু বক্কর সাহেবকে সম্মানিত করে বিদায় দিতে পেরে আমরা গর্বিত। তিনি ছিলেন অত্যন্ত মানবিক, ধার্মিক ও সহজ-সরল জীবনযাপনকারী একজন মানুষ। এলাকার মানুষের সঙ্গে তার আন্তরিক সম্পর্ক তাকে সবার কাছে প্রিয় করে তুলেছে।
প্রতিনিধি/ এজে

