রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নেত্রকোনায় লরি-মোটরসাইকেলের সংঘর্ষে নারী নিহত

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৯ পিএম

শেয়ার করুন:

নেত্রকোনায় লরি-মোটরসাইকেলের সংঘর্ষে নারী নিহত

নেত্রকোনার কলমাকান্দায় ইটবোঝাই লরির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে কলমাকান্দা পূর্ব বাজার এলাকায় এ দুর্ঘটনা হয়।


বিজ্ঞাপন


নিহত রোকেয়া আক্তার (৪৫) উপজেলার রংছাতি ইউনিয়নের রামনাথপুর গ্রামের বাসিন্দা। তিনি আব্দুল জব্বারের স্ত্রী।

আরও পড়ুন

বরগুনার পুরাকাটা ফেরিঘাটে ছুরিকাঘাতে নিহত ১

স্থানীয়দের বরাতে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিক হোসেন জানান, রোকেয়া আক্তার তার মেয়ে সাদিয়া আক্তারকে ঢাকার একটি মাদরাসা থেকে বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। প্রথমে তিনি মেয়েকে নিয়ে ঢাকা থেকে বাসে করে কলমাকান্দা সদরে পৌঁছেন। পরে তিনি মেয়েকে নিয়ে কলমাকান্দা বাজারের রেন্টিতলা মোড় থেকে ভাড়ায় মোটরসাইকেলে চড়ে রামনাথপুরে নিজ বাড়ির উদ্দেশে রওনা হন। পথে কলমাকান্দা পূর্ব বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই একটি লরির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রোকেয়া আক্তার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে লরির নিচে চাপা পড়েন। এসময় ঘটনাস্থলেই তিনি মারা যান।

 বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর