বরগুনার পুরাকাটা ফেরিঘাট এলাকায় ছুরিকাঘাতে আনসার হাওলাদার (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আলিম।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার রাত আটটার দিকে মো. শাহীন নামের এক ব্যক্তি কথা বলতে বলতে তার বুকে সাতবার ছুরিকাঘাত করে গুরুতর আহত করে।
স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শুক্রবার দিবাগত রাতে তিনি মারা যান।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আলিম ঢাকা মেইলকে বলেন, অভিযুক্তকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এবং আলামত জব্দ আছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস

