সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হাদির ওপর হামলার প্রতিবাদে রাজবাড়ীতে মশাল মিছিল

জেলা প্রতিনিধি, রাজবাড়ী
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৫, ১০:৩৮ পিএম

শেয়ার করুন:

হাদির ওপর হামলার প্রতিবাদে রাজবাড়ীতে মশাল মিছিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতকারীদের গ্রেফতারের দাবিতে রাজবাড়ীতে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে থেকে এনসিপি, গণঅধিকার পরিষদ, জুলাই যোদ্ধাদের সমন্বয়ে মশাল মিছিল বের হয়। মিছিলটি পান্না চত্বর ঘুরে এসে রেল গেইট শহীদ স্মৃতি চত্বরে এসে শেষ হয়।


বিজ্ঞাপন


এসময় উপস্থিত ছিলেন, ইব্রাহিম খলিল, আব্দুল্লাহ, রাশেদুল ইসলাম রাশেদ, মীর মাহমুদ সুজনসহ অন্যরা।

আরও পড়ুন

হাদির ওপর হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পথ সমাবেশে বক্তারা বলেন, দুষ্কৃতকারীরা ওসমান হাদিকে গুলিবিদ্ধ করেছে। এটা পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। আমরা অবিলম্বে হাদির গুলিবিদ্ধ ঘটনার তদন্ত করে দুষ্কৃতিকারীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।

উল্লেখ্য, শুক্রবার দুপুরে নির্বাচনি প্রচারণাকালে রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় তাকে গুলি করা হয়। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর