ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টা করার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এনসিপি এবং জুলাই যোদ্ধারা।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৯টার দিকে ঠাকুরগাঁও চৌরাস্তা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে সমবায় মার্কেট এনসিপির কার্যালয়ে গিয়ে শেষ হয়।
বিজ্ঞাপন
মিছিলে নেতৃত্ব দেন ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. রফিকুল আলম। এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রায়হান অপু, সদস্য সচিব মো. খলিলুর রহমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
সমাবেশে বক্তারা বলেন, শরিফ ওসমান হাদিকে প্রকাশ্য দিবালোকে গুলি করা নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তাহীন পরিবেশের স্পষ্ট প্রমাণ। তারা অভিযোগ করে বলেন, সরকার বলে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হবে, কিন্তু তফসিল ঘোষণার পরদিনই হাদির ওপর হামলা হলো। এটাকে কীভাবে লেভেল প্লেয়িং ফিল্ড বলা যায়? আমরা এ ঘটনার সঠিক জবাব চাই।
![]()
বিজ্ঞাপন
তারা আরও বলেন, এখনও দেশে প্রকৃত লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। সুষ্ঠু পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত না হলে জুলাই যোদ্ধারা চুপ করে বসে থাকবে না। হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে তারা বলেন, এই ঘটনা প্রমাণ করে যে ন্যায়ের কণ্ঠস্বরকে দমিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে।
তারা আরও বলেন, ইনকিলাব মঞ্চ কখনও অন্যায়ের কাছে মাথা নত করবে না এবং চুপ করে বসে থাকবে না।
প্রতিনিধি/এসএস

