যারা বিগতদিনে ভোটদানে বাধা দিয়েছিল, তাদেরকে হাতে-পায়ে ধরে ও বুকে জড়িয়ে ভোটকেন্দ্রে ভোট দেওয়ার জন্য নিয়ে আসার আহ্বান জানিয়েছেন মাদারীপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আনিসুর রহমান তালুকদার খোকন।
তিনি বলেছেন, গত ১৭ বছরের বিএনপির অনেক নেতাকর্মী নির্যাতিত হয়েছে। ঘরে ঘুমাতেও পারেনি। ভোট দিতে পারেনি, এমনকি রাজপথেও থাকতে পারেনি। সে রকম পরিস্থিতি দেশের মানুষ আর দেখতে চায় না। এবারের নির্বাচনে জনগণ যাকে খুশি তাকে হাসিমুখে ভোট দেবে। এতে কোনো আপত্তি নেই।
বিজ্ঞাপন
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের শেখ শহিদুল ইসলাম উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
![]()
এসময় তালুকদার খোকন আরও বলেন, এই নির্বাচন হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার আলোকে নির্বাচন। এই ভোটের মাধ্যমে দেশের প্রতিটি মানুষের গুরুত্ব থাকবে। ধনী-গরিবের কোনো বৈষম্য থাকবে না। এখানে দলের নেতাকর্মীদেরও কোনো বৈষম্যও হবে না। এমন নির্বাচনের প্রতিনিধি হতে চায় বিএনপির প্রার্থীরা। জনগণের ভালবাসা আর দোয়া থাকলে ভোটের মাধ্যমে ক্ষমতায় দিয়ে সংসদে জনগণের পক্ষ কথা বলবে বিএনপির বিজয়ী এমপি প্রার্থীরা।
![]()
বিজ্ঞাপন
ঝাউদি ইউনিয়ন বিএনপি নেতা এসকানদার কাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- মাদারীপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মার্তুজা আলম ঢালি, সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য গাউছ উর রহমান, জেলা যুবদলের আহ্বায়ক মো. ফারুক হোসেন ব্যাপারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুন চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাৎ হোসেন হাওলাদার, বিএনপি নেতা আসাদুজ্জামান কিচলু খানসহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মতবিনিময় সভায় শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
প্রতিনিধি/এসএস

