শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সাজিদের পরিবারে আহাজারি, এলাকাজুড়ে শোকের মাতম

জেলা প্রতিনিধি, রাজশাহী
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৫, ০৩:০৩ পিএম

শেয়ার করুন:

সাজিদের পরিবারে আহাজারি, এলাকাজুড়ে শোকের মাতম
সাজিদের পরিবারে আহাজারি, এলাকাজুড়ে শোকের মাতম

রাজশাহীর তানোরে উদ্ধার হওয়া শিশু সাজিদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে তাকে পরিবারের কাছে দেওয়া হয়। এ সময় আহাজারি করতে থাকেন তার মা রুনা খাতুন। কান্নায় ভেঙে পড়ে জমিটির মালিকের বিচারের দাবি জানান তিনি।


বিজ্ঞাপন


আরও পড়ুন: নারায়ণগঞ্জে মোবাইল ফোন বিস্ফোরণে যুবকের মৃত্যু

রুনা খাতুন সাংবাদিকদের বলেন, ‘আমি জমির মালিকের বিচার চাই। তিনটা গর্ত করে থুছে, একটাও মুজাইনি (বন্ধ করেনি), তিনটাই আমার বাড়ির আশেপাশে৷ ক্যান ওরকম করে থুইলো? দুই বছর হয়্যা গ্যালো এখনও বন্ধ করেনি। বাচ্চা পড়ার ১০ মিনিট পর ওই এসেছিল, আইসা দেখ্যা চল্যা গ্যাছে। আমার তো মুনে হয় পালাইয়া গ্যাছে।’ 

নিহত সাজিদের বাবা রাকিস ঢাকায় একটি কোম্পানিতে কাজ করেন। তিনিও শোকে পাথর হয়ে আছেন।

আরও পড়ুন: নান্দাইলে তরুণের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার


বিজ্ঞাপন


এদিকে সাজিদের মৃত্যুতে এলাকাজুড়ে শোকের মাতম চলছে। বিভিন্ন বয়সী নারী-পুরুষ রাতেই তার বাসায় দেখতে আসেন। ঘটনাস্থল থেকে ৩০০ গজ দূরত্বে বিস্তীর্ণ মাঠের ভেতর রুনার বাসা। মাটির তৈরি বাড়িটিতে দু’টি কক্ষ রয়েছে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর