নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চার্জে লাগানো মোবাইল ফোন বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন মো. আলাউদ্দিন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বাকি তিনজন চিকিৎসাধীন আছেন।
মঙ্গলবার (৯ নভেম্বর) রাত পৌনে ৯টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিজ্ঞাপন
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সার্জারি চিকিৎসক শাওন বিন রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দগ্ধদের মধ্যে আলাউদ্দিনের দেহ ৪০ শতাংশ পুড়েছিল। আইসিইউতে চিকিৎসা নেওয়াকালীন গতরাতে তিনি মারা যান। তার পরিবারের বাকি তিন সদস্য চিকিৎসা নিচ্ছেন।
এর আগে ৬ ডিসেম্বর গভীর রাতে উপজেলার কাঁচপুর চাঁদমহল সিনেমা হলের পেছনের পাঠাত্তা এলাকার একটি বাসায় মোবাইল বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে পরিবারের মোট চার সদস্য আহত হন। সে রাতে হঠাৎ বিকট শব্দ শুনে প্রতিবেশীরা ছুটে গিয়ে দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।
প্রতিনিধি/ এমইউ

