গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ৭৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একটি মোটরসাইকেল জব্দ করেছে র্যাব। একইসঙ্গে মাহাফুজার রহমান (৩৮) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে উপজেলার মহেশপুর নামক স্থানে এ অভিযান পরিচালনা করে র্যাব-১৩ গাইবান্ধার দল।
বিজ্ঞাপন
আরও পড়ুন: বাগেরহাটে ভাতের হোটেল থেকে এক হাজার ইয়াবা উদ্ধার
মাহাফুজার রহমান রংপুরের পীরগঞ্জ উপজেলার মিলনপুর গ্রামের মৃত আফজাল হোসেন ও জাহানারা বেগম দম্পতির ছেলে।
আরও পড়ুন: প্রেমিকাকে ডেকে নিয়ে গণধর্ষণ, গ্রেফতার ৩
এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান পরিচালনা করা হয়। তখন মাহাফুজার রহমানের মোটরসাইকেল তল্লাশি করে ৭৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোটরসাইকেলটি জব্দ করা হয়। এরপর মাদক কারবারের দায়ে মাহাফুজার রহমানকেও গ্রেফতার করা হয়েছে।
বিজ্ঞাপন
এ বিষয়ে র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, গ্রেফতার আসামির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
প্রতিনিধি/ এমইউ

