রাজশাহীতে ওমর ফারুক শান্ত নামে জামায়াতে ইসলামীর এক কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে নগরীর আলীগঞ্জ এলাকায় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে পালিয়ে যায়। পরে হাসপাতালে তিনি মারা যান।
বিজ্ঞাপন
এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে খুনিদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। রাতে দলটির রাজশাহী মহানগরীর আমির ড. মাওলানা কেরামত আলী ও সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল যৌথ এক বিবৃতিতে এ দাবি জানান।
বিবৃতিতে তারা বলেন, আলীগঞ্জ এলাকায় সুদের কারবারি স্থানীয় যুবলীগ কর্মী নয়ন, রুবেল, রিপন, সুদের টাকা নিয়ে বুধবার সন্ধ্যায় ওই এলাকার হালিমের সঙ্গে তর্কে লিপ্ত হয়। এসময় জামায়াতকর্মী ওমর ফারুক শান্ত ঠেকাতে গেলে সুদকারবারিরা তাকে ছুরিকাঘাত করে। শান্তকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আমরা এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা, প্রতিবাদ ও হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।
বিজ্ঞাপন
বিবৃতিতে জামায়াত নেতারা আরও বলেন, এমন নৃশংস হত্যাকাণ্ড খুবই উদ্বেগজনক। দ্রুত হত্যাকারীদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে। সেই সঙ্গে আমরা নিহতের পরিবারে প্রতি শোক ও সমাবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ যেনো ওমর ফারুক শান্তকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন।
প্রতিনিধি/টিবি

