বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

খুলনায় মধ্যরাতে নিজ ঘর থেকে গৃহবধূর লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫, ০৮:০৩ এএম

শেয়ার করুন:

খুলনায় মধ্যরাতে নিজ ঘর থেকে গৃহবধূর লাশ উদ্ধার

খুলনা মহানগরীর ট্যাংক রোডে শিউলি (৪৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১০ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নগরীর ট্যাংক রোডের রবিউল ইসলামের বাড়ি থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত গৃহবধূ ওই বাড়ির ভাড়াটিয়া ছিলেন।


বিজ্ঞাপন


খুলনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাজান আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত গৃহবধূ মো. সালাউদ্দিন খানের স্ত্রী। গৃহবধূর ছেলে এই হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে বলে প্রতিবেশিরা জানান।


বিজ্ঞাপন


খুলনা থানার ওসি শাহাজান আহমেদ জানান, মা-ছেলে এক বাসায় থাকতেন। বাইরে থেকে তালা দেওয়া ছিল। পুলিশ তালা ভেঙে বিছানায় গৃহবধূ শিউলী বেগমের লাশ দেখতে পায়। তবে তার ছেলেকে পাওয়া যায়নি। এ ঘটনার রহস্য উদঘাটন করতে সিআইডির টিমকে তলব করা হয়েছে। তারা আসলে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হবে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর