শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মাধবপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার 

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৫, ০৫:১৬ পিএম

শেয়ার করুন:

মাধবপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার 

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সম্পদপুর গ্রামে সানজিদা আক্তার (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করেছে পুলিশ। 

রোববার (৯ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। 


বিজ্ঞাপন


ওই নারী উপজেলার আদাঐর ইউনিয়নের সম্পদপুর গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী।

আরও পড়ুন: গাজীপুরে ট্রাক চাপায় নারী নিহত

পুলিশ জানায়, রোববার সকালে সানজিদার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে তার পরিবারের সদস্যরা থানায় খবর দেন। 

খবর পেয়ে থানার এসআই আতিয়ার রাব্বি লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করেন।


বিজ্ঞাপন


আরও পড়ুন: বীরগ‌ঞ্জে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে দম্পতির আত্মহত্যা

থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সহিদ-উল্যা জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। কী কারণে তার মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া বলা যাবে না। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর