বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রাতভর অভিযানেও উদ্ধার হয়নি শিশু সাজিদ

জেলা প্রতিনিধি, রাজশাহী
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫, ০৭:২৮ এএম

শেয়ার করুন:

রাতভর অভিযানেও উদ্ধার হয়নি শিশু সাজিদ

রাজশাহীর তানোরে শিশু সাজিদকে রাতভর অভিযানেও উদ্ধার করা সম্ভব হয়নি। গতকাল বুধবার (১০ ডিসেম্বর) দুপুর ২টার দিকে উদ্ধার অভিযান শুরু হয়।

সারারাত ফায়ার সার্ভিসের ৫ ইউনিট ৩টি স্কেভেটর দিয়ে সাজিদকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। রাত পেরিয়ে সকাল হলেও তার কোনো হদিস এখনো মেলেনি। ঘটনাস্থলে সাজিদের পরিবার ও এলাকাবাসী অবস্থান করছেন।


বিজ্ঞাপন


596819981_3314470335376445_54974476945967515_n

রাতে ঘটনাস্থলে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমান এবং দলটির রাজশাহী জেলা আমির অধ্যাপক আব্দুল খালেকসহ অন্যান্য নেতৃবৃন্দ। তারা সাজিদকে ফিরে পাওয়ার জন্য সেখানে অশ্রুসিক্ত নয়নে দোয়া ও মোনাজাত করেন।

এছাড়া আসনটিতে বিএনপি মনোনীত এমপি প্রার্থী মেজর জেনারেল (অবঃ) শরিফ উদ্দীনও সেখানে যান। এ সময় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিস সদস্যদের সহযোগিতা করছিলেন।

596188101_32718875954422428_4634965896638978601_n


বিজ্ঞাপন


ফায়ার সার্ভিসের রাজশাহীর উপ-পরিচালক দিদারুল আলম জানান, তারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। অভিযান শেষে ব্রিফিং করে সামগ্রিক বিষয়ে জানানো হবে।

 

এর আগে বুধবার দুপুর দেড়টার দিকে মায়ের সঙ্গে মাঠে গেছিল দুবছরের শিশু সাজিদ। প্রথমে মায়ের কোলে থাকলেও পরে কোল থেকে নামে এবং হাঁটছিল। মা রুনা খাতুন হঠাৎ দেখেন তার শিশু সন্তান গর্তে তলিয়ে গেছে। এ সময় মা মা বলেছিল শেষ চিৎকার দেয় সাজিদ। তার বাবার নাম রাকিব। তিনি ঢাকায় একটি কোম্পানিতে কাজ করতেন। ঘটনার পরই ঢাকা থেকে তিনি রওনা দেন এবং সন্ধ্যা নাগাদ ঘটনাস্থলে পৌঁছান। তাদের বাসা তানোর উপজেলার কলমা ইউনিয়নের কোয়েলের হাট এলাকায়।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর