চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাখের আলী সীমান্তের ওপারে ভারতীয় অংশে নদী থেকে তসিকুল ইসলাম নামে এক বাংলাদেশির মরদেহ উদ্ধার করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
বুধবার (১০ ডিসেম্বর) দেশটির পুলিশ তার মরদেহ উদ্ধার করে বলে বিজিবিকে জানিয়েছে তসিকুলের পরিবার।
বিজ্ঞাপন
আজ সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান এ তথ্য জানিয়েছেন।
তসিকুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখেরআলী গ্রামের ইব্রাহিম আলীর ছেলে।
চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য নুরুল ইসলাম ছবিসহ স্থানীয়রা জানান, কয়েকজন সহযোগীর সঙ্গে চোরাচালানের উদ্দেশে ভারতে যান তসিকুল ইসলাম। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। বুধবার সীমান্ত সংলগ্ন ভাগিরথী নদী থেকে তার মরদেহ উদ্ধার করে ভারতের পুলিশ। তবে তিনি কীভাবে মারা গেছেন তা নিশ্চিত হওয়া যায়নি।
বিজ্ঞাপন
৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, বুধবার সন্ধ্যায় তসিকুলের বাবা ইব্রাহিম আলী বিজিবির বাখের আলী ক্যাম্পে এসে বিষয়টি অবহিত করেন। তিনি দাবি করেছেন নদীতে ভাসমান অবস্থায় তসিকুলের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থলটি সীমান্ত থেকে প্রায় ৮ কিলোমিটার ভারতের অভ্যন্তরে।
বিজিবি অধিনায়ক বলেন, তসিকুলের ছবি পাঠানো হয়েছে বিএসএফের কাছে। একই সঙ্গে আগামীকাল (বৃহস্পতিবার) পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। পতাকা বৈঠকে মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করলে তা ফেরত আনার ব্যবস্থা করা হবে।
প্রতিনিধি/এসএস

