বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গাইবান্ধায় ইটভাটায় ২ লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৫, ০৫:৫০ পিএম

শেয়ার করুন:

গাইবান্ধায় ইটভাটায় ২ লাখ টাকা জরিমানা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটায় অভিযান পরিচালনা করেছে প্রশাসন। এসময় মেসার্স উৎস এন্টারপ্রাইজ ইটভাটায় দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে পরিবেশ অধিদফতর গাইবান্ধা ও গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।


বিজ্ঞাপন


আরও পড়ুন

লক্ষ্মীপুরে ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগ

এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধভাবে পরিচালিত উপজেলার কামারদহ ইউনিয়ন পরিষদ সংলগ্ন মেসার্স উৎস এন্টারপ্রাইজ ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। এতে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন মোতাবেক ইটভাটার সত্ত্বাধিকারী আবু তালেব মণ্ডলের দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

উক্ত অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদফতর গাইবান্ধা কার্যালয়ের পরিদর্শক শের আলম।

পরিবেশ অধিদফতর গাইবান্ধা কার্যালয়ের সহকারী পরিচালক উত্তম কুমার জানান, পরিবেশ সুরক্ষায় গাইবান্ধা জেলায় ধারাবাহিকভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর