লক্ষ্মীপুরে জোরপূর্বক ইউপি সদস্য শাহ্ আলমের ফসলি জমির মাটি কেটে ইট ভাটায় বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় মামুন হোসেন নামে এক যুবকের বিরুদ্ধে। তবে অভিযুক্ত মামুনের বাদী শ্রমিকরা ভুলবশতে মাটিগুলো কেটেছে।
বুধবার (১১ ডিসেম্বর) সকালে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের (৬ নং ওয়ার্ড) পশ্চিম চরমনসা গ্রামের ফসলের মাঠে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
এদিকে, বিকেলে ইউপি সদস্য শাহ্ আলম অভিযুক্ত মামুনের নাম উল্লেখ করে সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
ইউপি সদস্য শাহ্ আলম গণমাধ্যমকর্মীদের জানান, সকালে খবর পাই তার ফসলের মাঠের মাটি কেটে নেওয়া হচ্ছে। দ্রুত তিনি ঘটনাস্থলে গিয়ে জানতে পারেন মামুন তার জমি বিক্রি করে দিয়েছে। পরে তিনি মাটি কাটা বন্ধ করে দেন।
অভিযুক্ত মামুনের বাদী, শ্রমিকরা যখন মাটি কাটে তখন তিনি ঘুমিয়ে ছিলেন। তাদের জমি থেকে মাটি না কেটে ভুলবশতে শাহ্ আলম মেম্বরের জমি থেকে মাটি কাটে শ্রমিকরা। পরে আমি বলে দিয়েছি, যে মাটিগুলো কাটা হয়েছে, সেই জায়গাটি ভরাট করে দেব।
বিজ্ঞাপন
লক্ষ্মীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জামসেদ আলম রানাকে মুঠোফোনে একাধিকবার কল দিয়েও বক্তব্যে নেওয়া সম্ভব হয়নি।
প্রতিনিধি/এসএস

