মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পটুয়াখালীতে প্রতিবন্ধীকে অপহরণ ও ধর্ষণ, প্রধান আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি, পটুয়াখালী
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২৫, ০৮:০৩ পিএম

শেয়ার করুন:

পটুয়াখালীতে প্রতিবন্ধীকে অপহরণ ও ধর্ষণ, প্রধান আসামি গ্রেফতার
প্রতিবন্ধী অপহরণ ও ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামি মোহাম্মদ রিফাত।

পটুয়াখালীতে অভিযানে বরগুনার চাঞ্চল্যকর প্রতিবন্ধী অপহরণ ও ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামি মোহাম্মদ রিফাতকে (২১) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮)।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে স্কোয়াড্রন লিডার রাশেদের নেতৃত্বে র‌্যাব-৮ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালীর কলাপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।


বিজ্ঞাপন


গ্রেফতার রিফাত বরগুনা সদর উপজেলার হাজারবিঘা এলাকার নাসির উদ্দিনের ছেলে।

আরও পড়ুন

কুমিল্লায় ২ হাজার পিস ইয়াবাসহ আটক ১ 

ঘটনার বিবরণে জানা যায়, ২০২৫ সালের ২৯ মে সকালে স্কুলের সামনে থেকে ওত পেতে থাকা একদল ব্যক্তি বাকপ্রতিবন্ধী কিশোরীকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে অপহরণ করে। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পাওয়ায় ভুক্তভোগী পরিবার থানায় অভিযোগ দায়ের করে। উদ্ধার হওয়ার পর মেডিকেল পরীক্ষায় ওই কিশোরী ধর্ষণের শিকার হয়েছে বলে প্রমাণ মেলে।

গ্রেফতার রিফাতকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর