মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কুমিল্লায় ২ হাজার পিস ইয়াবাসহ আটক ১ 

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৭ পিএম

শেয়ার করুন:

কুমিল্লায় ২ হাজার পিস ইয়াবাসহ আটক ১ 

কুমিল্লা বুড়িচং পাচোড়া এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা। 

মঙ্গলবার (৯ ডিসেম্বর) ভোর রাতে জেলার বুড়িচং উপজেলার পাচোড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।


বিজ্ঞাপন


গ্রেফতারকৃত আসামি মো. সৈকত খান (৩৪) জেলার বুড়িচং উপজেলার পাঁচোড়া গ্রামের মৃত শফিকুল হক এর ছেলে।

র‌্যাব সূত্রে জানা যায়, র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার পাঁচোড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২ হাজার পিছ ইয়াবাসহ মো. সৈকত খান নামে ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। 

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক সাদমান ইবনে আলম জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক কারবারিদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র‌্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কুমিল্লা, বুড়িচং থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে মঙ্গলবার দুপুরে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর