শেরপুরের শ্রীবরদীতে চোরাকারবারির বাড়িতে অভিযান চালিয়ে ছয় হাজার ৪০৬ পিস চোরাই ভারতীয় সাবান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (৮ ডিসেম্বর) স্থানীয় গণমাধ্যমগুলো এ সংবাদ প্রকাশ করেছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: সীমান্তে নারী-শিশুসহ ৩৯ জনকে হস্তান্তর
উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের সীমান্তবর্তী বড়ইকুচি পশ্চিমপাড়া গ্রামে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির কর্ণজোড়া বিওপির একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।
ভারতীয় সাবান জব্দের বিষয়টি নিশ্চিত করেন কর্ণজোড়া বিওপির ক্যাম্প ইনচার্জ সুবেদার মো. ফুলু মিয়া।
আরও পড়ুন: উখিয়ায় বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা যায়, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী বড়ইকুচি এলাকায় অভিযান চালান বিজিবি সদস্যরা। এ সময় স্থানীয় আব্দুল বারেকের ছেলে মো. রাব্বানীর বসতবাড়ির পাশে খড়ের গাদায় লুকানো ১৮টি বস্তায় ৮৯ কার্টনে ছয় হাজার ৪০৬ পিস ভারতীয় সাবান জব্দ করা হয়। এগুলোর আনুমানিক মূল্য প্রায় তিন লাখ ৮৪ হাজার টাকা।
এসব পণ্য অবৈধভাবে সীমান্তপথে পাচার করে স্থানীয় বাজারে বিক্রির উদ্দেশ্যে মজুত করা হয়েছিল বলে ধারণা বিজিবির। অভিযানকালে রাব্বানী বা অন্য কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ বিষয়ে কর্ণজোড়া বিওপির ক্যাম্প ইনচার্জ সুবেদার মো. ফুলু মিয়া বলেন, ভারতীয় মালামাল জব্দের ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
প্রতিনিধি/ এমইউ

