সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মোরেলগঞ্জে আমতলী ইসলামিয়া কামিল মাদরাসায় সভাপতি নিয়ে অস্থিরতা

জেলা প্রতিনিধি, বাগেরহাট
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৭ পিএম

শেয়ার করুন:

মোরেলগঞ্জে আমতলী ইসলামিয়া কামিল মাদরাসায় সভাপতি নিয়ে অস্থিরতা

দক্ষিণ বাংলার ঐতিহ্যবাহী শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান, বাগেরহাটের মোরেলগঞ্জে আমতলী ইসলামিয়া কামিল মাদরাসায় সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্য মনোনয়নকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে মনোনয়নকৃত গভর্নিং বডির সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্য বাতিলের দাবিতে মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা।


বিজ্ঞাপন


স্থানীয় সর্বস্তরের মানুষ মাদরাসা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে আমতলী বাজারে মানববন্ধনে মিলিত হয়। এসময় মানববন্ধনকারীদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল— ‘আমরা মিজানকে চাই না’, ‘মিজান তুমি কে? তোমাকে চিনি না’সহ বিভিন্ন প্রতিবাদী বার্তার স্লোগান।

thumbnail_20251208_165610[00_00_08][20251208-203209]

মানববন্ধনে বক্তারা দাবি করেন, মাদরাসাটির দীর্ঘদিনের সুনাম ও ঐতিহ্যকে প্রশ্নবিদ্ধ করার মতো কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার সঙ্গে স্থানীয়দের পরামর্শ বা সম্মতি ছিল না। তারা অভিযোগ করেন, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের মনোনয়ন দেওয়া গভর্নিং বডির সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্য এ এলাকার মানুষ না। তাই স্থানীয়দের কাছে তারা অগ্রহণযোগ্য।

বক্তারা বলেন, প্রতিষ্ঠানের প্রধান ও সভাপতির দায়িত্ব পালনে স্বচ্ছতা ও অভিজ্ঞতার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা জরুরি। একই সঙ্গে তারা অযাচিত প্রভাব ও বাইরের ব্যক্তিদের হস্তক্ষেপের বিরুদ্ধে কথা বলেন।


বিজ্ঞাপন


আরও পড়ুন

জবি শিক্ষক সমিতির নির্বাচনে আলোচনায় সাদা দলের দুই প্যানেল

মানববন্ধনে অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট প্রশাসন ও দায়িত্বশীলদের কাছে বিষয়গুলোর দ্রুত সমাধান দাবি করেন। একই সঙ্গে মাদরাসার ঐতিহ্য রক্ষা ও স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

thumbnail_20251208_165610[00_00_28][20251208-203224]

বক্তব্য দেন, আমতলী ইসলামিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ আবুবকর মোহাম্মদ আব্দুল্লাহ, মীর মো. নজরুল ইসলাম, প্রধান শিক্ষক বি,কে মাধ্যমিক বিদ্যালয়। মাওলানা মো. জাকির হোসেন, আমির খোন্তাকাটা ইউনিয়ন জামায়াতে ইসলাম। মাওলানা আব্দুল ওহাব, অধ্যক্ষ নলবুনিয়া আলিম মাদরাসা। মহিউদ্দিন শাজাহান, সভাপতি খোন্তাকাটা ইউনিয়ন বিএনপি। এ ছাড়াও আমতলী ইসলামিয়া কামিল মাদরাসার নির্বাচিত অভিভাবক সদস্য মাওলানা আবুল হাসান, মুন্সি,মতিউর রহমান শরীফ ও নির্বাচিত শিক্ষক প্রতিনিধি মাওলানা জাকারিয়া হোসাইন।

দাবিগুলো পূরণ না হলে আরও বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন বলেও বক্তারা মানববন্ধনে উল্লেখ করেন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর