সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জবি শিক্ষক সমিতির নির্বাচনে আলোচনায় সাদা দলের দুই প্যানেল

জবি প্রতিবেদক
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২৫, ০৮:০২ পিএম

শেয়ার করুন:

জবি শিক্ষক সমিতির নির্বাচনে আলোচনায় সাদা দলের দুই প্যানেল
জবি শিক্ষক সমিতির নির্বাচনে আলোচনায় সাদা দলের দুই প্যানেল। ছবি: সংগৃহীত

আসন্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন ঘিরে শিক্ষকদের মাঝে চলছে নানা জল্পনা কল্পনা। সর্বশেষ নির্বাচনে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীল দলের শিক্ষকদের নির্বাচন করতে না দেওয়ার ফলে একচেটিয়াভাবে বিজয়ী হয় বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। এবার নির্বাচনেও নীল দলের শিক্ষকরা অংশগ্রহণ করবে কি না, তা নিয়ে ক্যাম্পাসজুড়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

তবে আওয়ামীপন্থী শিক্ষকরা বলেছেন- বিগত এক বছর ধরে আওয়ামীপন্থী শিক্ষকদের কোণঠাসা করে রাখা, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা এবং শিক্ষক সমিতিকে পাশে না পাওয়াসহ নানা কারণে নীল দল কিছুটা ব্যাকফুটে রয়েছে। তাই নীল দলের আলাদা প্যানেল হবে কি না- এ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি, তবে কেউ কেউ স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে।


বিজ্ঞাপন


এদিকে সাদা দলের মধ্যে একাধিক প্যানেল নিয়ে চলেছ আলোচনা। শিক্ষক সমিতির বর্তমান সাধারণ সম্পাদকের বিরুদ্ধে একচেটিয়া আধিপত্য, শিক্ষক সমিতিকে দলীয়করণসহ নানা অভিযোগ তুলে সাদা দলের একটি বড় অংশ চাইছে তারা আলাদা প্যানেল দিয়ে এবারের নির্বাচনে অংশ নেবে।

নাম প্রকাশ না করার শর্তে সাদা দলের এক শীর্ষ নেতা বলেন, গত এক বছরে শিক্ষক সমিতির সবচেয়ে বড় ব্যর্থতা হলো সব শিক্ষকের অধিকার আদায়ের বিষয়ে তেমন ভূমিকা রাখতে না পারা, একই সঙ্গে গৎবাঁধা শিক্ষকদের নামে মামলা দিয়ে অর্থ আদায়সহ নানা কারণে সাদা দলের বড় একটি অংশে অসন্তোষ তৈরি হয়েছে। এ নিয়ে সর্বশেষ কার্যনির্বাহী সভাতেও কমিটির মধ্যে মতবিরোধ দেখা দেয়। সাদা দলের মধ্যে প্রথমবারের মত দুটো প্যানেল হওয়া নিয়ে ইতোমধ্যে দেখা দিয়েছে অভ্যন্তরীন কোন্দল। তবে এ কোন্দলকে হৃাস করে একটি প্যানেলে আগামী নির্বাচনে অংশগ্রহন করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে সিনিয়র শিক্ষকেরা।

খোঁজ নিয়ে জানা যায়, ইতোমধ্যে সাদা দলের বর্তমান সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইস উদ্দীন ও শিক্ষক সমিতির বর্তমান যুগ্ম সম্পাদক সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন এর নেতৃত্বে সাদা দলের মধ্যে আলাদা দুটি প্যানেল আসন্ন শিক্ষক সমিতির নির্বাচনে অংশগ্রহণ করার সম্ভাবনা রয়েছে ৷

তাদের এ আলাদা প্যানেলের ঘোষণার মধ্য দিয়ে দীর্ঘদিনের একসাথে থাকা সাদা দলের শিক্ষকদের মাঝে স্পষ্ট হচ্ছে ভাঙন ও অভ্যন্তরীন কোন্দল।


বিজ্ঞাপন


শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোশাররাফ হোসেন বলেন, সাদা দল নিয়মতান্ত্রিকভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে। কারও সাথে প্যানেলের বিষয়ে আমার এখনো কথা হয়নি। তাই নির্বাচনে প্যানেলের বিষয়ে কিছু বলতে পারছি না।

শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ ও মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইরানুল হক বলেন, আমাদের সাদা দলের নির্বাচনী বিষয়ে দায়িত্বে আছেন শিক্ষক সমিতির বর্তমান সভাপতি মোশাররাফ হোসেন স্যার, রেজিস্ট্রার গিয়াসউদ্দিন স্যার ও অর্থ পরিচালক রফিক স্যার। ওনারা প্যানেল সহ সবকিছু বিষয়ে দেখতেছেন। তবে দুইটি প্যানেল হবে না। সাদা দলের মধ্যে একটি প্যানেলই নির্বাচনে অংশগ্রহণ করবে

শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন বলেন, আমি আসন্ন শিক্ষক সমিতির নির্বাচনে অংশগ্রহণ করবো। সেটি সাদা দল থেকেই নির্বাচন করবো। এখনো তফসিল ঘোষণা হয়নি। তাই প্যানেল এর বিষয়ে কোন কিছু বলা যাচ্ছে না।

এ বিষয় বক্তব্য জানতে শিক্ষক সমিতির সাধারন সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দিনের সাথে দুইদিন ধরে যোগাযোগ এর চেষ্টা করা হলেও পাওয়া যায়নি।

এআর

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর