মাদারীপুরের ডাসারে শত বছরের ফসলি জমিতে অবৈধভাবে ভেকু দিয়ে মাটি খনন করে পুকুর খননের চেষ্টার দায়ে একজনকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ম্যালকাই এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাইফ উল আরেফীন।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা যায়, ডাসার উপজেলার ম্যালকাই এলাকার মৃত আলতাজদ্দিন হাওলাদারের ছেলে ইকবাল হাওলাদার অবৈধভাবে এলাকার শত বছরের পুরোনো ইরিধানের ব্লকের মধ্যখানে ভেকু পুকুর খননের চেষ্টা চালায়। এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাইফ উল আরেফীন। ঘটনার সত্যতা পাওয়ায় ভেকু চালককে আটক করা হয়। পরে জমির মালিক ইকবাল হাওলাদারকে দশ হাজার টাকা জরিমানা করা হয়। মুচলেকা নিয়ে ভেকু চালককে ছেড়ে দেয় প্রশাসন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সাইফ উল আরেফীন বলেন, অবৈধভাবে ভেকু দিয়ে দিয়ে কৃষি জমিতে মাটিকাটার অপরাধে জমির মালিক ইকবাল হাওলাদারকে ১০ টাকা হাজার টাকা জরিমানা করা হয়েছে। আগামীতে এমন কর্মকাণ্ড পরিচালনা করবে না এমন শর্তে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।
প্রতিনিধি/এসএস

