সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সাতক্ষীরায় ২৬৫ বোতল কোরেক্স সিরাপ উদ্ধার, আটক ১

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২৫, ০৫:০৯ পিএম

শেয়ার করুন:

সাতক্ষীরায় ২৬৫ বোতল কোরেক্স সিরাপ উদ্ধার, আটক ১

জেলা গোয়েন্দা শাখা (ডিবি), সাতক্ষীরার বিশেষ অভিযানে ২৬৫ বোতল কোডিনযুক্ত কোরেক্স সিরাপসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের কাদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।


বিজ্ঞাপন


আটক নাম ইব্রাহিম খলিল (২৫)। কলারোয়ার চন্দনপুর ইউনিয়নে কাদপুর গ্রামের ইয়ার আলী মোল্লা ছেলে। 

জেলা গোয়েন্দা শাখার ওসি মো. নিজাম উদ্দীন মোল্যার বলেন, এসআই মিনাজ উদ্দীনসহ অন্য সদস্যরা অভিযানটি পরিচালনা করেন। কাদপুর গ্রামের নিজ বাড়ির উঠান সংলগ্ন স্থান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর হেফাজত থেকে ২৬৫ বোতল কোরেক্স সিরাপ উদ্ধার করা হয়। অবৈধ এ মাদকের বাজারমূল্য আনুমানিক ২ লাখ ৬৫ হাজার টাকা।

উদ্ধার করা মাদক জব্দ করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে কলারোয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

প্রতিনিধি/এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর