সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নড়াইলে হত্যা মামলার আসামি গ্রেফতার, ৫ দিনের রিমান্ড চায় পুলিশ

জেলা প্রতিনিধি, নড়াইল
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২৫, ০৪:১৭ পিএম

শেয়ার করুন:

নড়াইলে হত্যা মামলার আসামি গ্রেফতার, ৫ দিনের রিমান্ড চায় পুলিশ
হত্যা মামলার আসামি মেহেদি ভূঁইয়া।

নড়াইল সদরের বুড়িখালি গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত দরিদ্র বৃদ্ধ ভ্যানচালক হান্নান খান হত্যা মামলার আসামি মেহেদি ভূঁইয়াকে (২৭) বাগেরহাট থেকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে মেহেদিকে আদালতে পাঁচদিনের পুলিশ রিমান্ডের আবেদন করা হয়েছে।


বিজ্ঞাপন


গ্রেফতার আসামি মেহেদী ভূঁইয়া সদর উপজেলার বুড়িখালি গ্রামের অহিদার রহমানের ছেলে।

আরও পড়ুন

হবিগঞ্জে জলমহালকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ২০

মামলার তদন্ত কর্মকর্তা নড়াইল সদর থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) আকরাম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার রাত ২টার দিকে বাগেরহাটের মোল্লাহাট থানা এলাকা থেকে মেহেদিকে গ্রেফতার করা হয়। তার পাঁচদিনের পুলিশ রিমান্ড আবেদনসহ আসামিকে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদেরও গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

উল্লেখ্য, জমিজমা নিয়ে বিরোধের জেরে গত ২৮ নভেম্বর সকালে বুড়িখালি গ্রামে ভ্যানচালক হান্নান খানসহ ৪ জনকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষের লোকজন। পরেরদিন ২৯ নভেম্বর ভোররাতে খুলনা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় হান্নান মারা যান। এ ঘটনায় ২৩ জনের নামে মামলা দায়ের হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর