সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ভুল করে গ্যাস ট্যাবলেট সেবনে প্রাণ গেল ২ বিয়াইয়ের

জেলা প্রতিনিধি, জামালপুর
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২৫, ০২:৩৩ পিএম

শেয়ার করুন:

ভুল করে গ্যাস ট্যাবলেট সেবনে প্রাণ গেল ২ বিয়াইয়ের
দেওয়ানগঞ্জে দুই বিয়াইয়ের মৃত্যু

জামালপুরের দেওয়ানগঞ্জে ভুল করে ইঁদুর মারার গ্যাসের ট্যাবলেট সেবনে কানকু মিয়া ও কমল মিয়া (কোম্পানি) নামে দুই বিয়াইয়ের মৃত্যু হয়েছে।

রোববার (৭ ডিসেম্বর) রাতে উপজেলার পাররামরামপুর ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।


বিজ্ঞাপন


কানকু মিয়া একই গ্রামের মৃত মকজল হোসেনের ছেলে। এবং কমল মিয়া (কোম্পানি) পোড়াভিটা গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে দু’জনেই ভুল করে ওষুধ ভেবে বাড়িতে রাখা ইঁদুরনাশক গ্যাস ট্যাবলেট সেবন করেন। কিছুক্ষণের মধ্যেই তারা অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাদের দ্রুত দেওয়ানগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে কানকু মিয়ার মৃত্যু হয়। পরে রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কমল মিয়া (কোম্পানি) মৃত্যুবরণ করেন।


বিজ্ঞাপন


দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর