সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

একসঙ্গে গ্যাস ট্যাবলেট খেয়ে প্রাণ হারালেন দম্পতি

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৩, ০৭:৫০ এএম

শেয়ার করুন:

একসঙ্গে গ্যাস ট্যাবলেট খেয়ে প্রাণ হারালেন দম্পতি

বগুড়ার শেরপুর উপজেলায় একসঙ্গে গ্যাস ট্যাবলেট খেয়ে এক দম্পতি মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই দম্পতি মারা যান।


বিজ্ঞাপন


ছিলিমপুর (মেডিকেল) পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রকিবুল হাসান জানান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন— উপজেলার হাজীপুর গ্রামের জিসান (২২) এবং তার স্ত্রী ফারজানা আক্তার মিম (১৮)।

স্বজনদের বরাত দিয়ে এএসআই রকিবুল হাসান জানান, শুক্রবার জিসান তার স্ত্রীকে নিয়ে একই উপজেলার শুভগাছা গ্রামে শ্বশুরবাড়িতে গিয়েছিলেন। তিনি শ্বশুরের কাছে কিছু টাকা চেয়েছিলেন। কিন্তু না পেয়ে স্বামী-স্ত্রী দুজনই অপমানিত বোধ করেন। পরে তারা বাড়ি ফিরে আসেন। বিকেলে স্বামী-স্ত্রী দুজনই একসঙ্গে গ্যাসের ট্যাবলেট খান। বিষয়টি স্বজনরা বুঝতে পেরে দুজনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে বগুড়া মেডিকেলে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

আইনি প্রক্রিয়া শেষে রাতেই দুজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।


বিজ্ঞাপন


টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর