নবাগত রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার ড. মো. জিললুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রোববার (৭ ডিসেম্বর) বিকেলে জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডলের নেতৃত্বে এই সৌজন্য সাক্ষাৎ করা হয়। এ সময় জামায়াত নেতারা নগরবাসীর কয়েকটি সমস্যা নিয়ে আলোচনা করেন এবং সমাধানের দাবি জানান।
বিজ্ঞাপন
সাক্ষাতকালে রাজশাহীতে চাঁদাবাজ, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত পরিবেশ তৈরিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য আহ্বান জানান জামায়াত নেতারা। সেই সঙ্গে বর্তমান রাজশাহীতে যানজট নিরসনসহ বিভিন্ন সমস্যা ও প্রতিকার নিয়ে জামায়াত নেতৃবৃন্দ আলোচনা করেন।
সৌজন্য সাক্ষাতকালে উপস্থিত ছিলেন— বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমীর অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম, নায়েবে আমির ও রাজশাহী-২ (সদর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রফেসর ডা. মোহাম্মদ জাহাঙ্গীর , রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ, মহানগরী জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মো. শাহাদাত হোসেন, সাংগঠনিক সেক্রেটারি মো. জসিম উদ্দিন সরকার প্রমুখ। এ সময় ছাত্রশিবিরের মহানগরীর নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
প্রতিনিধি/টিবি

