সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হবিগঞ্জে চোরাই গরু উদ্ধারসহ চোর গ্রেফতার

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০২৫, ০৮:০০ পিএম

শেয়ার করুন:

হবিগঞ্জে চোরাই গরু উদ্ধারসহ চোর গ্রেফতার
কৃষকের দুই গরু চুরির ঘটনার মূল হোতা শানু মিয়া

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় বসতবাড়ির গোয়ালঘর ভেঙে কৃষকের দুই গরু চুরির ঘটনার মূল হোতা শানু মিয়াকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া গরু দুটি।

এ ঘটনায় রোববার (৭ ডিসেম্বর) চুনারুঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে। শানু মিয়া উপজেলার হাকাজোড়া গ্রামের আব্দুল হকের ছেলে।


বিজ্ঞাপন


ভুক্তভোগী ইনুছ আলী (৬০) জানান, ৪ ডিসেম্বর রাতের কোনো এক সময়ে উপজেলার সাটিয়াজুরি ইউনিয়নের সোনাজোড়া গ্রামে তার গোয়ালঘরের তালা ভেঙে একটি ষাঁড় ও একটি গাভি চুরি করা হয়। পরদিন সকালে গোয়ালঘরে গিয়ে তালা ভাঙা এবং গরু না দেখে তিনি স্থানীয়দের বিষয়টি জানান। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে ৬ ডিসেম্বর সন্ধ্যায় জানতে পারেন, চুরি যাওয়া গরু দুটি পলাতক আসামি মহসিন মিয়ার একটি খামারে রাখা আছে। স্থানীয়দের সহায়তায় সেখানে গিয়ে গরু দুটি শনাক্ত করেন। এসময় মহসিন মিয়া ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

আরও পড়ুন

গভীর সমুদ্রে ডাকাতের কবল থেকে ১১ জেলে উদ্ধার

পরে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি স্বীকার করেন- শানু মিয়া, আরজু মিয়া ও আরও অজ্ঞাতনামা কয়েকজন গোরুগুলো তার খামারে রেখে গেছে। স্থানীয় জনতা রানীগাঁও বাজার থেকে শানু মিয়াকে আটক করে পুলিশকে খবর দেয়।

৬ ডিসেম্বর রাত সাড়ে ১১টার দিকে চুনারুঘাট থানার এসআই সজল চন্দ্র পাল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে শানু মিয়াকে গ্রেফতার করেন। উদ্ধার হওয়া গরু দুটি জব্দ করা হয়।


বিজ্ঞাপন


চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম  জানান, গ্রেফতার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। উদ্ধার করা গরুগুলো ভুক্তভোগীর কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর