সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গভীর সমুদ্রে ডাকাতের কবল থেকে ১১ জেলে উদ্ধার

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৩ পিএম

শেয়ার করুন:

গভীর সমুদ্রে ডাকাতের কবল থেকে ১১ জেলে উদ্ধার
গভীর সমুদ্রে ডাকাতের কবলে পড়া ১১ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়া চ্যানেল সংলগ্ন গভীর সমুদ্রে ডাকাতের কবলে পড়া ১১ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

রোববার (৭ ডিসেম্বর ) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।


বিজ্ঞাপন


তিনি জানান, গত ৫ ডিসেম্বর (শুক্রবার) “এফ বি মায়ের দোয়া-৩” নামের একটি ফিশিং বোট সমুদ্রে মাছ ধরার সময় ডাকাত দলের হামলার শিকার হয়। ডাকাতরা বোটে থাকা মাছ, খাবার, ইঞ্জিন, ব্যাটারি ও অন্যান্য সরঞ্জাম লুট করে এবং জেলেদের জিম্মি করে রাখে।

পরদিন ৬ ডিসেম্বর সকাল ৮টার দিকে ঘটনাস্থলে থাকা আরেক ফিশিং বোট “এফ বি তাসমীম” কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-তে ফোন করে ঘটনাটি জানায়। খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন মহেশখালী থেকে দ্রুত একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ডাকাতের কবলে থাকা ১১ জেলেকে উদ্ধার করে।

আরও পড়ুন

লক্ষ্মীপুরে কবরস্থান থেকে ৬ অস্ত্র উদ্ধার

কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান কর্মকর্তা সিয়াম-উল-হক।


বিজ্ঞাপন


উদ্ধার করা জেলেদের প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ফিশিং বোটসহ মালিক পক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও সমুদ্রে নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর