সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সোনাগাজীতে টমটম চালকের গলা কাটা লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৫, ০৭:২৫ এএম

শেয়ার করুন:

সোনাগাজীতে টমটম চালকের গলা কাটা লাশ উদ্ধার

ফেনীর সোনাগাজীতে মনোরঞ্জন দাস (৭০) নামের এক টমটম চালকের গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সওদাগর হাট ব্রীজের পাশ থেকে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ।


বিজ্ঞাপন


সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

মনোরঞ্জন দাস উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের রাখাল ডাক্তার বাড়ির বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ব্যাটারিচালিত রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত সাড়ে ৮টার দিকে সোনাগাজী উপজেলার চর দরবেশ ইউনিয়নের সওদাগর হাট ব্রীজ সংলগ্ন খালের পাড়ে একব্যক্তির নিথর দেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ এসে মরদেহটি শনাক্ত করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

প্রত্যক্ষদর্শী আবুল হোসেন রিপন জানান, ওই বৃদ্ধ টমটম চালককে গলা কেটে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলের পাশেই টমটমটি পড়ে ছিল। ছিনতাইকারী কোনো চক্র এ ঘটনাটি ঘটিয়ে থাকতে পারে।


বিজ্ঞাপন


নিহতের প্রতিবেশী মহিন উদ্দিন রুবেল বলেন, তিনি (মোনোরঞ্জন) দীর্ঘ সময় ধরে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। মাত্র এক সপ্তাহ আগে কিস্তিতে এ অটোরিকশাটি কেনেন। ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাই করার উদ্দেশ্যে দুর্বৃত্তরা তাকে নির্জন স্থানে নিয়ে গিয়ে গলা কেটে হত্যা করেছে।

সোনাগাজী থানার ওসি সাইফুল আলম জানান, হালসুরত অনুযায়ী এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। নিহতের মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রকৃত ঘটনা উদঘাটনের চেষ্টা চলছে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর