রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হবিগঞ্জে ২৩ বোতল ভারতীয় মদসহ আটক ২

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:২৮ পিএম

শেয়ার করুন:

হবিগঞ্জে ২৩ বোতল ভারতীয় মদসহ আটক ২
২৩ বোতল ভারতীয় মদ ও ১টি ইয়ামাহা মোটরসাইকেলসহ ২ আসামি আটক।

হবিগঞ্জ সীমান্তে অভিযান পরিচালনা করে ২৩ বোতল ভারতীয় মদ ও ১টি ইয়ামাহা মোটরসাইকেলসহ ২ আসামিকে আটক করেছে বিজিবি।

আটক ব্যক্তিরা হলেন, জেলার মাধবপুর উপজেলার ১৬ নং বস্তি এলাকার রাহুল তাঁতি (৩০) ও রাজু কুমার ঝরা (২০)। জব্দ করা সাইকেলসহ মাদকের মূল্য প্রায় সাড়ে তিন লাখ টাকা।


বিজ্ঞাপন


শনিবার (৬ ডিসেম্বর) দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ ব্যাটালিয়নের (বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।

বিজিবি সূত্র মারফত জানা যায়, সন্ধ্যায় হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া বিওপির একটি টহলদল সীমান্তের শূন্য লাইন থেকে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে উরিষ্যা নামক এলাকায় নিয়মিত টহল পরিচালনার সময় সন্দেহজনক একটি মোটরসাইকেল দেখে সিগন্যাল দিলে দুইজন লোক মোটরসাইকেলটি ফেলে চা বাগানের মধ্যে দৌড় দেয়।

আরও পড়ুন

মিয়ানমারে বিপুল পণ্য ও ওষুধ পাচারকালে আটক ৬

এসময় বিজিবির টহল দলটি ধাওয়া করে ঘটনাস্থল থেকে হাতেনাতে ওই দুজনকে আটক করে। পরে তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ব্যাগের ভেতরে থেকে ২৩ বোতল ভারতীয় মদ ও ১টি ইয়ামাহা মোটরসাইকেল জব্দ করা হয়।


বিজ্ঞাপন


জব্দ করা ভারতীয় মাদক, মোটরসাইকেল ও আটক আসামিদেরকে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে মাধবপুর থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন। পাশাপাশি অন্যান্য চোরাকারবার ও মাদক পাচারকারী চক্রকে শক্ত হাতে দমন ও আটক করতে বিজিবির গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর