রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মিয়ানমারে বিপুল পণ্য ও ওষুধ পাচারকালে আটক ৬

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৪২ পিএম

শেয়ার করুন:

মিয়ানমারে বিপুল পণ্য ও ওষুধ পাচারকালে আটক ৬
৭ লাখ টাকা মূল্যের বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্য ও ওষুধ সামগ্রী উদ্ধার।

কক্সবাজারের বাকখালী নদী সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মিয়ানমারে পাচারের উদ্দেশে প্রস্তুত বিপুল পরিমাণ নিত্য প্রয়োজনীয় পণ্য ও ওষুধ সামগ্রী জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এসময় পাচারচক্রের সঙ্গে জড়িত ৬ জনকে আটক করা হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) মধ্যরাতে কোস্টগার্ডের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। রাত ১টার দিকে সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালালে সেখানে শুল্ক-কর ফাঁকি দিয়ে পাচারের উদ্দেশে লুকিয়ে রাখা প্রায় ৭ লাখ টাকা মূল্যের বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্য ও ওষুধ সামগ্রী উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


আরও পড়ুন

সিরাজগঞ্জে ২২ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার ৩

শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া চলছে। জব্দ করা ফিশিং বোট ও উদ্ধারক করা আলামতও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

তিনি বলেন, চোরাচালান প্রতিরোধে কোস্টগার্ড ভবিষ্যতেও কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত রাখবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর