রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

উত্তরবঙ্গ ভারতের প্রেস্ক্রিপশনের মাধ্যমে পরিচালিত হচ্ছে: সাদিক কায়েম

জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:০১ পিএম

শেয়ার করুন:

উত্তরবঙ্গ ভারতের প্রেস্ক্রিপশনের মাধ্যমে পরিচালিত হচ্ছে: সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এর ভিপি সাদিক কায়েম বলেন, উত্তরবঙ্গ ভারতের প্রেস্ক্রিপশনের মাধ্যমে পরিচালিত হচ্ছে। দিল্লির দালালদের মাধ্যমেই এখানকার ব্যবস্থা পরিচালিত হচ্ছে। এর ফলে উত্তরবঙ্গের কৃষি খাতের অসীম সম্ভাবনা, তরুণদের প্রতিভা ও শিক্ষা সংক্রান্ত সকল সুযোগ নষ্ট করে দেওয়া হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) বিকালে বীরগঞ্জ উন্নয়ন ফোরাম আয়োজিত ‘ছাত্র-যুব-নাগরিক সমাবেশ ২০২৫’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


ভিপি সাদিক আরও বলেন, জুলাই মাসের গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের তরুণরা ক্ষমতা পেয়েছে। বিগত দশকের ফ্যাসিবাদী শাসনকালে তরুণদেরকে বিরাজনীতিকরণ করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু তরুণরা দেখিয়েছেন দেশকে কীভাবে ভালোবাসতে হয়, আগ্রাসন ও অন্যায়ের বিরুদ্ধে কীভাবে কথা বলতে হয় এবং সমাজের বৈষম্যকে কীভাবে দূর করতে হয়।

তিনি আরও বলেন, এই জুলাই মাসের গণঅভ্যুত্থান তরুণদের মাধ্যমেই শুরু হয়েছে। তরুণরা বিভিন্ন রাজনৈতিক দলকে একসাথে একত্রিত করেছে। শহীদরা আমাদের পথ দেখিয়েছেন; তাদের আত্মত্যাগের মাধ্যমেই আমরা আজ নতুন বাংলাদেশ পেয়েছি। এখন এই নতুন বাংলাদেশে আমাদের লক্ষ্য হলো একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করা যেখানে জনগণের পাশাপাশি তরুণদেরও হাতে ক্ষমতা থাকবে।

আরও পড়ুন—

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী মো. মতিউর রহমান।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল ডাকসু ভিপি সাদিক কায়েম এবং ছাত্রশিবিরের কেন্দ্রীয় দফতার সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর