রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ঢাকা বিশ্ববিদ্যালয় যেদিকে যায়, বাংলাদেশও সেদিকে যায়: সাদিক কায়েম

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও
প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:২২ পিএম

শেয়ার করুন:

ঢাকা বিশ্ববিদ্যালয় যেদিকে যায়, বাংলাদেশও সেদিকে যায়: ভিপি সাদিক
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেন, আমরা বিশ্বাস করি তরুণরা সিদ্ধান্ত নিলে অসম্ভবও সম্ভব। দেশের তরুণরা ইতোমধ্যে ইনসাফের পক্ষ নিয়েছে। জুলাই আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়ে সফলতার সাথে বিজয় অর্জন করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় যেদিকে যায়, বাংলাদেশও সেদিকে যায়।

শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে উপজেলা জামায়াতের আয়োজনে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত যুব–ছাত্র–নাগরিক সম্মেলনে এসব কথা বলেন তিনি।


বিজ্ঞাপন


ভিপি সাদিক কায়েম আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ দেশের সর্বত্র তরুণরা ইনসাফের প্রতিনিধিদের বেছে নিয়েছে। বাংলাদেশে আজ একটি বিশাল পরিবর্তনের ঢেউ উঠেছে। কৃষক, শ্রমিক, রিকশাচালক—সব শ্রেণির মানুষই দাঁড়িপাল্লার প্রতিনিধিদের নির্বাচিত করতে উদ্‌গ্রীব। আর সেই ভূমিধস বিজয় শুরু হবে ঠাকুরগাঁও–২ আসন থেকে, ইনশাআল্লাহ।

thumbnail_IMG_20251206_173606

তিনি তরুণদের আগামীর বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে বলেন, নতুন বাংলাদেশের রাজনীতিতে আর কোনো চাঁদাবাজ, দখলবাজ, দুর্নীতিবাজ বা সন্ত্রাসীর জায়গা থাকবে না। ইনসাফের প্রতীকের প্রতিনিধিরা একটি সুখী–সমৃদ্ধ দেশ গড়তে কাজ করবে।

আরও পড়ুন

আমরা ২-৪টা আসনের জন্য কারও সঙ্গে জোট করব না: নুর 

তিনি আরও দাবি করেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মাদক এবং ফাউল রাজনীতি ভেঙে পড়েছে। ফাউলবাজ, টেন্ডারবাজ ও চাঁদাবাজির রাজনীতি আর চলবে না। আগামী বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ।

thumbnail_IMG_20251206_173548

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও–২ আসনের প্রার্থী অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম। এছাড়া জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধানসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর