সিরাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৩ কেজি গাঁজাসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হওয়া গাঁজার মূল্য ২২ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (৬ ডিসেম্বর) ভোররাতে যমুনা সেতু পশ্চিম মহাসড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডার মোড় এলাকা থেকে এক পিকআপসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
গ্রেফতাররা হলেন— সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চন্দনগাঁতী এলাকার শমসের আলীর ছেলে রেজাউল করিম, কুড়িগ্রামের ভুরঙ্গামারি এলাকার মৃত. নইমের ছেলে মামুন মিয়া ও নয়াবাড়ি এলাকার নূর হোসেনের ছেলে মাসুদ রানা।
সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. হাফিজুর রহমান বলেন, পুলিশ সুপারের দিক নির্দেশনায় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফের নেতৃত্বে সদর থানার একটি দল সদর উপজেলার কড্ডার মোড়ে এক পিকআপে অভিযান চালায়। এ সময় ৪৩ কেজি গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের আদালতের পাঠানোর প্রস্তুতি চলছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/টিবি

