শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মায়ানমার পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ আটক ৮

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২৫, ১১:২৭ এএম

শেয়ার করুন:

মায়ানমার পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ আটক ৮

মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ৮ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। 

শনিবার (৬ ডিসেম্বর) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।


বিজ্ঞাপন


তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার মধ্যরাত ১২টায় কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার কর্তৃক কক্সবাজারের বাকখালী নদীর মোহনা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকায় ১টি সন্দেহজনক ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ১ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা মূল্যের ৩৭৫ বস্তা সিমেন্টসহ ৮ পাচারকারীকে আটক করা হয়। জব্দ করা বোট, আলামত ও আটক করা পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

তিনি আরও বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর