শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মিয়ানমারে পাচারকালে বিপুল সারসহ ৯ পাচারকারী আটক

উপজেলা প্রতিনিধি, হাতিয়া (নোয়াখালী)
প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৫, ১০:৫৩ পিএম

শেয়ার করুন:

মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সারসহ ৯ পাচারকারী আটক
১ হাজার ১৯৪ বস্তা রাসায়নিক সারসহ ৯ পাচারকারী আটক।

নোয়াখালীর হাতিয়া সূর্যমুখী ঘাট সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১ হাজার ১৯৪ বস্তা রাসায়নিক সারসহ ৯ পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। মিয়ানমার থেকে মাদকের বিনিময়ে বাংলাদেশ থেকে এসব সার পাচার হচ্ছিল বলে জানিয়েছেন কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সিয়াম-উল-হক।

শনিবার (১ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে বিষয়টি জানান তিনি। এর আগে গত শুক্রবার দিবাগত মধ্যরাতে এ অভিযান পরিচালনা করে বিসিজি স্টেশন হাতিয়া।


বিজ্ঞাপন


thumbnail_IMG-20251101-WA0012

এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা জানান, একটি অসাধু চক্র বাংলাদেশি পণ্যের বিনিময়ে ইয়াবা-মদসহ অন্যান্য মাদকদ্রব্য মায়ানমার থেকে বাংলাদেশে পাচার করবে। এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত ১টার সময় হাতিয়ার সূর্যমুখী ঘাট সংলগ্ন মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড।

আরও পড়ুন

কলায় ক্ষতিকর রাসায়নিক স্প্রে, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

এসময় সন্দেহজনক ৩টি বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১৪ লাখ ২৮ হাজার টাকা মূল্যের ১ হাজার ১৯৪ বস্তা রাসায়নিক সার ও পাচার কাজে ব্যবহৃত ৩টি বোটসহ ৯ পাচারকারীকে আটক করা হয়। আটক এসব সার অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশে বহন করা হচ্ছিল বলে উল্লেখ করা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।


বিজ্ঞাপন


জব্দ করা সার, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটক পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

চোরাচালান রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও উল্লেখ করেন সংবাদ বিজ্ঞপ্তিতে।

প্রতিনিধি/এসএস 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর