শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

চাঁদপুরে ছাত্র আন্দোলনে হামলার মামলায় যুবলীগ নেতা জসিম গ্রেফতার

জেলা প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৫ পিএম

শেয়ার করুন:

চাঁদপুরে ছাত্র আন্দোলনে হামলার মামলায় যুবলীগ নেতা জসিম গ্রেফতার

চাঁদপুরে ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক ওয়ার্ড যুবলীগ নেতা মো. জসিম উদ্দিনকে (৫০) গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ তাকে আদালতে সোপর্দ করে।


বিজ্ঞাপন


এর আগে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দিবাগত রাতে তাকে শহরের বাবুরহাট বাজার এলাকা থেকে গ্রেফতার করে মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল হক ও সঙ্গীয় ফোর্স।

আজ সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া।

জসিম সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের পশ্চিম হোসেনপুর গ্রামের মৃত সরাফত আলী মালের ছেলে। তিনি ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক ৩ বারের সভাপতি ও কার্যক্রম নিষিদ্ধ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য।

আরও পড়ুন

দশমিনায় যুবদল নেতার বিরুদ্ধে চাঁদা দাবি ও ছিনতাইয়ের অভিযোগ

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনের সময় জসিম তার দলীয় লোকজন নিয়ে ছাত্র-জনতার ওপর হামলা চালায়। যার ভিডিও ফুটেজ ও ছবি বিভিন্ন লোকজনের কাছে সংরক্ষিত। আইনশৃঙ্খলা বাহিনীও তার ওইসব তথ্য পেয়েছে। তার আপন বড় ভাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

জসিমকে গ্রেফতার করার পর থানা থেকে ছাড়িয়ে আনার জন্য তদবির করেন তার আরেক ভাই ইউপি সদস্য বিল্লাল হোসেন মাল এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলী আশরাফ রিপন কাজী।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, জসিম উদ্দিনকে ছাত্র-জনতার আন্দোলনের সময়ে হামলার ঘটনায় মামলায় গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। তার বিষয়ে অধিকতর তদন্ত করা হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর