শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

দশমিনায় যুবদল নেতার বিরুদ্ধে চাঁদা দাবি ও ছিনতাইয়ের অভিযোগ

জেলা প্রতিনিধি, পটুয়াখালী
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৩ পিএম

শেয়ার করুন:

দশমিনায় যুবদল নেতার বিরুদ্ধে চাঁদা দাবি ও ছিনতাইয়ের অভিযোগ

পটুয়াখালীর দশমিনা উপজেলায় যুবদল নেতার বিরুদ্ধে চাঁদা দাবি, তরমুজ খেত নষ্ট, ঘর ভাঙচুর, টাকা ছিনতাই এবং হত্যার হুমকির অভিযোগ উঠেছে। বাঁশবাড়িয়া ইউনিয়নের তরমুজ চাষি ফরিদ উদ্দিন হাওলাদার এ অভিযোগ করেন সাবেক যুবদল সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম মোল্লার বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তরমুজ চাষি ফরিদের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন যুবদল নেতা নজরুল। অভিযোগ অনুযায়ী, গত বৃহস্পতিবার সকালে নজরুলসহ ১২–১৩ জন চর ফাতেমা এলাকায় গিয়ে ফরিদের চাষ করা প্রায় ২০ হাজার অঙ্কুরিত তরমুজ চারা নষ্ট করে দেয়। এ নিয়ে জানতে চাইলে নজরুল তাকে হুমকি দিয়ে বলেন, চাঁদা না দিলে চরে তরমুজ চাষ করতে দেওয়া হবে না।


বিজ্ঞাপন


সেই রাতেই ফরিদের বাঁশবাড়িয়া গ্রামের ঘেরে অবস্থিত ঘরে হামলা চালানো হয়। রাত ১০টার দিকে ৯–১০ জন মুখোশধারী ব্যক্তি ঘরের দরজা ভেঙে প্রবেশ করে তাকে মারধর ও কোপানোর চেষ্টা করে। স্থানীয়রা শব্দ শুনে এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

আরও পড়ুন

দোহারে যুবদলের কমিটিতে হত্যা মামলার আসামি

প্রত্যক্ষদর্শী মোশারেফ চৌকিদার জানান, ঘরের সামনে ১০–১২ জন লোক রামদা নিয়ে দাঁড়িয়ে ছিল। তাদের হাতে অস্ত্র দেখে কেউ এগোতে সাহস পায়নি। প্রতিবেশী আলেয়া ও শাহিনুর হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী ফরিদ উদ্দিন জানান, হামলাকারীরা তার ঘর তছনছ করে তোশকের নিচে রাখা দেড় লাখ টাকা লুট করে নিয়ে যায়। নজরুল নিজেই গলায় রামদা ঠেকিয়ে জবাই করার হুমকি দিয়েছে।


বিজ্ঞাপন


অভিযুক্ত যুবদল নেতা নজরুল ইসলাম মোল্লা অভিযোগ অস্বীকার করে বলেন, তরমুজের চারা নষ্ট বা রাতে হামলার ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলিম জানান, ঘটনার বিষয়ে অবহিত হয়েছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর