বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের ভোটার কি না, এমন প্রশ্নকে ‘অবান্তর’ বলে মন্তব্য করেছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, ‘যেহেতু তিনি (তারেক রহমান) নির্বাচন করতে চেয়েছেন, তাহলে ধরেই নিতে হবে তিনি বাংলাদেশের নাগরিক ও ভোটার।’
শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ১০টায় ঝিনাইদহের শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজ মাঠে হাজী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
জুলাই-আগস্টের গণহত্যার বিচার প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘জুলাই গণহত্যার বিচারকাজ চলমান রয়েছে। দ্রুত যেন এই ট্রায়াল (বিচার প্রক্রিয়া) শেষ হয়, সে লক্ষ্যে আমাদের যা যা করণীয়, তার সবই আমরা করেছি। এই বিচার বিঘ্নিত বা বিলম্বিত করার কোনো সুযোগ নেই।’
শৈলকুপা উপজেলা হাজী কল্যাণ সংস্থার আয়োজনে ওই প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলহাজ মো. লুৎফর রহমান টুলু। এ সময় উপজেলার বিভিন্ন এলাকার হাজী ও মুসল্লিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
প্রতিনিধি/একেবি

