বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও রোগমুক্তি কামনায় নাটোরে জিয়া পরিষদের উদ্যোগে দোয়া ও মোনাজাত করা হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ আছর শহরের আলাইপুস্থল জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
এসময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবুল হাসেম।
এসময় নাটোর জেলা জিয়া পরিষদের সভাপতি আহমুদুল হক চৌধুরি স্বপনের সভাপতিত্বে দোয়া ও মোনাজাতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ।
এছাড়াও দোয়া ও মোনাজাতে আরও উপস্থিত ছিলেন-নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন তালুকদার টগর, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহীন, জেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ শফিকুল ইসলাম চঞ্চল, জিয়া পরিষদ কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, মো. হাবিবুর রহমান নয়ন, জিয়া পরিষদের সহ-সভাপতি অধ্যক্ষ আল আসাদ বিন আবু সাঈদ, সহ-সভাপতি মো. আমজাদ হোসেন, রফিকুল ইসলাম, জিয়া পরিষদ সোনালী ব্যাংক পিএলসির সভাপতি নুর উদ্দিন মো. জাহাঙ্গীর সেলিমসহ সব উপজেলা জিয়া পরিষদের সভাপতি, সাধারণ- সম্পাদক এবং সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস

