শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

দোহারে যুবদলের কমিটিতে হত্যা মামলার আসামি

উপজেলা প্রতিনিধি, দোহার (ঢাকা)
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২৫, ০৩:৩০ পিএম

শেয়ার করুন:

দোহারে যুবদলের কমিটিতে হত্যা মামলার আসামি
আলোচিত হারুন মাস্টার হত্যা মামলার আসামি মো. কাদের সিকদার দিপু।

নবগঠিত দোহার উপজেলার যুবদলের আহ্বায়ক কমিটিতে এবার আলোচিত হারুন মাস্টার হত্যা মামলার আসামি মো. কাদের সিকদার দিপুর নাম রয়েছে বলে জানা গেছে। কমিটিতে কাদের সিকদার দিপুকে কার্যনির্বাহী সদস্য করা হয়েছে। এ নিয়ে স্থানীয় রাজনীতিতে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। 

গত (৩ ডিসেম্বর) যুবদলের কেন্দ্রীয় কমিটির অনুমোদিত দোহার উপজেলা যুবদলের ৩৫ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে কার্যনির্বাহী সদস্য মো. কাদের দিপু সিকদার নাম রয়েছে। দিপু দোহারে আলোচিত হারুন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। এ মামলার বাদী হারুন মাস্টারের ছোট ভাই আব্দুল মান্নান জানান, আমার ভাই নয়াবাড়ির বিএনপির একজন নিবেদিত কর্মী ছিলেন। অভ্যন্তরীণ কোন্দলের কারণে আমার ভাইকে হত্যা করা হয়েছে। আমার ভাইয়ের হত্যাকারীদের মধ্যে দিপু সিকদার রয়েছে। হত্যাকাণ্ডের পর থেকে সে পলাতক রয়েছে। তিনি অভিযোগ করে বলেন, আমরাও তো বিএনপির পরিবারের সদস্য। এ কমিটি দেওয়ার ব্যাপারে আমাদের সাথে কথা বলেনি কেউ। আমাদের জোর দাবি এ কমিটি থেকে দিপু নাম বাদ দেওয়া হোক। তা না হলে আমরা রাস্তায় নামতে বাধ্য হব।  


বিজ্ঞাপন


আরও পড়ুন

পছন্দের প্রার্থীর নাম ঘোষণায় লাফ, স্ট্রোকে প্রাণ গেল বিএনপি নেতার

জেলা যুবদলের সভাপতি রেজাউল কবির পলের কাছে জানতে চাইলে তিনি জানান, আমি শুনেছি কেন্দ্রী নির্বাহী কমিটি দোহার উপজেলার যুবদলের কমিটি অনুমোদন দিয়েছে। হত্যা মামলার আসামিকে কমিটির অন্তুভুক্ত করা হয়েছে কিনা এ বিষয়টি আমার জানা নাই।

উল্লেখ্য, এ বছরের ২ জুলাই বিএনপি নেতা হারুন মাস্টারকে গুলি করে হত্যা করা হয়।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর