শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ধানের শীষ মানুষের শান্তি, উন্নয়ন ও ভাগ্যের প্রতীক: দুলু

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৫, ১০:৫৪ পিএম

শেয়ার করুন:

ধানের শীষ মানুষের শান্তি, উন্নয়ন ও ভাগ্যের প্রতীক: দুলু
বিএনপি মনোনীত নাটোর–২ (সদর–নলডাঙ্গা) আসনে ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু ।

বিএনপির কেন্দ্রীয় নেতা ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত নাটোর–২ (সদর–নলডাঙ্গা) আসনে ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ধানের শীষ মানুষের শান্তি উন্নয়ন, আস্থা ও ভালোবাসার প্রতীক। এ প্রতীকই এ দেশের কৃষক ও সাধারণ মানুষের আশা-ভরসার নাম।

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে নলডাঙ্গা উপজেলার ৫ নং বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের মির্জাপুর দিয়ার পাড়া সেন্টার মোড় এলাকায় আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।


বিজ্ঞাপন


রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ধানের শীষ মানে উন্নয়ন, ধানের শীষ মানে শান্তি। এই প্রতীকে বাংলাদেশের মানুষ বহুদিন ভোট দিতে পারেনি। ধানের শীষ মানুষের ভাগ্যের প্রতীক।” তিনি আরও বলেন, যে সব তরুণ–তরুণী পড়াশোনা শেষ করেও বেকারত্বের দুঃসহ যন্ত্রণা ভোগ করছে, তাদের জন্য বিএনপি ক্ষমতায় এলে কার্যকর কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হবে। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন

‘বিএনপি ক্ষমতায় গেলে পাহাড়ে সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধ করে শান্তি আনবে’

বিএনপির নেতা দুলু বলেন, ধানের শীষের পক্ষে মানুষের যে ভালোবাসা ও সমর্থন তৈরি হয়েছে, তা দিয়েই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও টেকসই উন্নয়নের পথে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব হবে।

এসময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য কাজী শাহ আলম, নাসিম উদ্দিন নাসিম, শাখাওয়াত হোসেন, যুবদলের সভাপতি এ এইচ তারুকদার ডালিম, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, বিএনপি নেতা আতাউর রহমান আতাসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর