শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

জেলা প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২৫, ০২:১০ পিএম

শেয়ার করুন:

ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে আনোয়ারুল ইসলাম (৪৫) নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে পঞ্চগড় শহরের করতোয়া সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


পঞ্চগড় সদর থানার সেকেন্ড অফিসার কাইয়ুম আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

আনোয়ারুল পঞ্চগড় পৌরসভার ডোকরোপাড়া এলাকার বাসিন্দা এবং আটোয়ারীতে প্রসেস সার্ভেয়ার হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে বাড়ি থেকে মোটরসাইকেলে আটোয়ারীর উদ্দেশ্যে রওনা হন আনোয়ারুল। করতোয়া সেতুর ওপর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা এক ট্রাকের পেছনের চাকায় ধাক্কা লেগে তিনি সড়কে ছিটকে পড়েন। এতে পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এদিকে, খবর পেয়ে পঞ্চগড় সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পঞ্চগড় সদর থানার সেকেন্ড অফিসার কাইয়ুম আলী জানান, ধাক্কা দেওয়া ট্রাক ও ট্রাকের সহকারীকে আটক করা হয়েছে। তবে ঘটনার পরপরেই ট্রাকচালক পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর