নাটোরের বড়াইগ্রামে ড্রাম ট্রাকের ধাক্কায় সেনাবাহিনীর সার্জেন্ট মামুনুল রশিদ নিহত হয়েছেন।
মঙ্গলবার (২ ডিসেস্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বনপড়া-গোপালপুর সড়কের ভবানীপুর ইক্ষু ফার্ম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত মামুনুল রশিদ ওয়ালিয়া বড়ময়না এলাকার আব্দুল মজিদের ছেলে এবং তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সার্জেন্ট পদে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে ওয়ালিয়া থেকে ইজিবাইকযোগে বনপাড়ার দিকে যাচ্ছিলেন। এসময় বনপড়া-গোপালপুর সড়কের ভবানীপুর ইক্ষু ফার্ম এলাকায় পৌছাঁলে বনপাড়া থেকে আসা দ্রুতগতির একটি ড্রাম ট্রাক ইজিবাইকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ইজিবাইক থেকে ছিটকে পড়ে মাথায় আঘাত পান তিনি। এসময় স্থানীয় লোকজন তাকে গুরুতর রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন ঢাকা মেইলকে বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস

