শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কক্সবাজার -১ আসনে বিএনপির সালাহউদ্দিনের দাপট, মাঠে সক্রিয় জামায়াত

তাহজীবুল আনাম
প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২৫, ১২:৩৪ পিএম

শেয়ার করুন:

কক্সবাজার -১ আসনে বিএনপির সালাহউদ্দিনের দাপট, মাঠে সক্রিয় জামায়াত
বিএনপি মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ ও জামায়াত নেতা আবদুল্লাহ আল ফারুক (ডানে)

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কক্সবাজার-১ (চকরিয়া–পেকুয়া) এখন প্রজাতন্ত্রের সবচেয়ে আলোচিত আসন। এ আঞ্চলিক হটসিটে সবচেয়ে এগিয়ে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ। তার দাপুটে উপস্থিতির বিপরীতে সংগঠিত ও নিবেদিত সমর্থকদের জোরে তৎপর রয়েছেন জামায়াতে ইসলামী–সমর্থিত জনপ্রিয় ইসলামপন্থী নেতা আবদুল্লাহ  আল ফারুক। ফলে এ আসনকে কেন্দ্র করে শুরু হয়েছে —দলীয় শক্তি বনাম আদর্শিক ভোটব্যাংকের লড়াই।

প্রার্থী ঘোষণার পর থেকেই সালাহউদ্দিন পুরো আসনজুড়ে টানা গণসংযোগ, পথসভা ও কর্মীসভায় ব্যস্ত দিন পার করছেন। চকরিয়া পৌরসভা থেকে পেকুয়ার প্রত্যন্ত গ্রামাঞ্চল—সব জায়গায় তার নির্বাচনী এলাকায় বিএনপি নেতা-কর্মীদের সক্রিয়তা এবং মানুষের আগ্রহ প্রকাশ পাচ্ছে। 


বিজ্ঞাপন


বিএনপির স্থানীয় নেতারা জানিয়েছেন, দীর্ঘদিন পর তৃণমূলের স্বতঃস্ফূর্ত জাগরণ দলকে বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে। বিএনপি দীর্ঘদিন ধরে এই আসনকে ‘নির্ভরযোগ্য ঘাঁটি’ হিসেবে দেখে আসছে। সালাহউদ্দিন আহমদকে প্রার্থী ঘোষণার পরপরই তিনি চকরিয়া ও পেকুয়ার বিভিন্ন ইউনিয়নে সভা, পথসভা ও গণসংযোগ করছেন। 

স্থানীয় নেতা-কর্মীদের একাংশ বলছে, “সালাহউদ্দিন ভাইয়ের নিরলস প্রচেষ্টায় বিএনপির ভোটাররা নতুন উদ্যম ফিরে পেয়েছে। তিনি পৌঁছানোর সঙ্গে সঙ্গে অনেক জায়গায় স্বতঃস্ফূর্ত গণজমায়েত দেখা যাওয়ায় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে - বিএনপির ভোটব্যাংক দ্রুত সক্রিয় হচ্ছে। যুবসমাজ ও ব্যবসায়ী শ্রেণির মধ্যেও তিনি জনপ্রিয়তা অর্জন করেছেন।

আরও পড়ুন: শেখ হাসিনা দেশের শত্রুতে পরিণত হয়েছে: এ্যানি

এদিকে বিএনপির প্রার্থী সালাউদ্দিন আহমেদ নির্বাচনী পথসভায় বলেন,“চকরিয়া–পেকুয়ার মানুষ পরিবর্তন চায়। দীর্ঘদিনের অনিয়ম, অবহেলা ও বঞ্চনার বিরুদ্ধে আপনারা ভোট দিয়ে গণতন্ত্রকে ফিরিয়ে আনবেন—এটাই আমার বিশ্বাস। আমি নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থায় যে উন্নয়ন থমকে আছে, সেটাকে ত্বরান্বিত করব।”


বিজ্ঞাপন


আরও পড়ুন: শেখ হাসিনার ফাঁসির রায়ে নাটোরে মিষ্টি বিতরণ

অপরদিকে জামায়াতের পরিচিত মুখ আবদুল্লাহ ফারুকও মাঠে সক্রিয় আছেন। নীরবে কিন্তু সুসংগঠিতভাবে মাঠে কাজ করে যাচ্ছেন তিনি। তার দীর্ঘদিনের আদর্শিক অনুসারীদের সংখ্যা, মসজিদ-মাদরাসাভিত্তিক নেটওয়ার্ক এবং গ্রামীণ ভোটব্যাংক নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতাকে আরও ঘনীভূত করেছে। যদিও জামায়াত প্রকাশ্যে বড় ধরনের সমাবেশ করছে না, তবে তৃণমূলে তাদের সমর্থকরা সক্রিয় আছে। 

এ বিষয়ে এক স্থানীয় শিক্ষক বলেন, "ফারুক সাহেবের একটা স্থায়ী ভোটব্যাংক আছে। তার সমর্থকরা কম কথা বলে, কিন্তু ভোটের দিনে তারা সবাই উপস্থিত থাকে।"

নির্বাচনী প্রচারণায় জামায়াত নেতা আবদুল্লাহ আল ফারুক বলেন, “এই এলাকার উন্নয়নমূলক কাঠামো এখনও অনেক পিছিয়ে। সুশাসন প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক উন্নয়নের মাধ্যমে আমরা চকরিয়া–পেকুয়ার মানুষকে একটি নিরাপদ ও আধুনিক জীবনযাত্রা উপহার দিতে চাই।”

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর